BARAK VALLEY

বদরপুর আঞ্চলিক পঞ্চায়েতের নয়া কার্যালয়ের দ্বারোদ্ঘাটন জেলাশাসকের

বদরপুর : বদরপুর ব্লক কার্যালয়স্থিত পুরাতন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির কার্যালয়ের জরাজীর্ণ কক্ষটিতে আধুনিকতার ছোঁয়া লাগল৷ বর্তমান ব্লক সভাপতি দীপঙ্কর রায়ের উদ্যোগে নবরূপে সাজিয়ে তোলা হয় সভাপতি ও উপসভাপতির কক্ষ৷ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলাশাসক মৃদুল যাদবের হাত দিয়ে নতুন কার্যালয়ের উদ্বোধন হয়৷

করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ সাংগঠনিক কাজে দিল্লিতে থাকায় এবং বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের অসুস্থতার কারণে জেলাশাসকের হাতেই দ্বারোদ্ঘাটনের সিদ্ধান্ত নেওয়া হয়৷ ফলক উন্মোচনের পর নারকেল ভেঙে ফিতা কেটে প্রবেশের পর জেলাশাসক স্তম্ভিত হয়ে পড়েন৷

উপস্থিত সকল আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট জনের উপস্থিতিতে ব্লক সভাপতি দীপঙ্কর রায়ের প্রশংসা করে বলেন, মাত্র ৩ লক্ষ টাকা খরচে এত সুন্দর কার্যালয় প্রশংসনীয়৷ ZP CEO যৌথ লিনথাং, BDO সামছুল আলম চৌধুরী, প্রদেশ বিজেপির মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য সহ সকল কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠান শেষে জেলাশাসক এক রিভিউ মিটিং-এ অংশ নেন৷

Show More

Related Articles

Back to top button