বদরপুর থিয়েটার ওয়ার্কশোপের প্রতিষ্ঠা দিবস পালিত
বদরপুর : মঙ্গলবার বদরপুর থিয়েটার ওয়ার্কশোপের প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়৷ ১৯৯৯ সালের ১৮ জুলাই এই সংস্থার আত্মপ্রকাশ ঘটে৷ ২৫ বছর পূর্তি উপলক্ষে সারা বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সংস্থা হাতে নিয়েছে৷ ইতিপূর্বে বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীকে নিয়ে নাটকের কর্মশালা শুরু করেছে৷ যা কি না আগামী মাসে সমস্ত নাটকগুলো নিয়ে নাট্য উৎসবের আয়োজন করবে৷ আজ সকালে সংস্থার সম্মুখে পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের৷ পতাকা উত্তোলন করেন থিয়েটার ওয়ার্কশোপ, বদরপুরের প্রথম সম্পাদক সঞ্জয় সেনগুপ্ত৷
এরপর প্রদীপ প্রজ্বলন করেন সংস্থার জন্মলগ্নের সদস্যা জয়া চক্রবর্তী সেনগুপ্ত৷ এরপর বিকেলে কর্মীদের নিয়ে সভা শুরু হয়৷ সভায় নানা আলোচনার মাধ্যমে পর আগামী দিনের অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়৷ এবার বিভিন্ন ওয়ার্কশোপ ছাড়াও ক্রীড়া বিভাগেও প্রচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ সংস্থার নতুন ১০ জন সদস্য-সদস্যাকে বরণ করে নেওয়া হয়৷ এরপর সংস্থার website উন্মোচন করা হয়৷ সন্ধ্যায় কর্ম সমিতিতে নতুন সদস্য-সদস্যাকে সংযোজন করা হয়৷ এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ বিভিন্ন শিল্পি অনুষ্ঠান পরিবেশন করেন৷ বাড়তি পাওনা বিশিষ্ট নৃত্যশিল্পী তথা শিক্ষিকা শিমা ঘোষের নৃত্য পরিবেশন এবং সঞ্জয় ঘোষের আবৃত্তি৷