Barak Valley

বরাকের জন্য বিকল্প পথ নির্মান করতে গাডকারীকে সুস্মিতা দেবের পরামর্শ

শিলচর , ৪ জুলাই (পিএন সি ) সাংসদ সুস্মিতা দেব বুধবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ির সঙ্গে বরাক উপত্যকা এবং দেশের বাকি অংশের সাথে সংযোগ করার জন্য বিকল্প রুট নির্মাণের দাবি জন্য জানিয়েছেন৷

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য শ্রীমতি দেব মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেছেন এবং দাবি করেছেন যে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের বালাছড়া থেকে হারঙ্গাজাও পর্যন্ত ৩১কিলোমিটার রাস্তার মেরামতের কাজ দ্রুত শেষ করতে হবে । তিনি জোয়াই-বদরপুর ৬ নম্বর জাতীয়-সড়কের মেরামতের দাবি জানিয়েও বলেন যে এই ৬ নম্বর জাতীয় সড়ক দেশের বাকি অংশের সঙ্গে বরাক উপত্যকা, মিজোরাম এবং ত্রিপুরার জীবন রেখা হিসেবে চিহ্নিত ।। তিনি বলেন,যে হারাঙ্গাজাও- -তুরুক সড়কটিকে বিকল্প সড়ক হিসেবে নির্মাণ করতে হবে।

Show More

Related Articles

Back to top button