Barak Valley

করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশ্ব মৃত্তিকা দিবসে প্রাকৃতিক চাষে গুরুত্ব

করিমগঞ্জ : করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রে ৫ ডিসেম্বর ‘মাটি এবং জল : জীবনের একটি উৎস’ — এই থিম নিয়ে বিশ্ব মৃত্তিকা দিবসের আয়োজন করা হয়৷ মঙ্গলবার সকাল ১১:৩০টায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান মুখ্য বিজ্ঞানী ড. পি চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়৷

তিনি তাঁর বক্তৃতায় বিশ্ব মৃত্তিকা দিবসের গুরুত্ব ও তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করেন৷ সেই সঙ্গে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কৃষকদের অবদানের কথা স্বীকার করেন৷

তিনি টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা অনুশীলন, মৃত্তিকা স্বাস্থ্য কার্ড, প্রাকৃতিক চাষ, বিভিন্ন কৃষি ও বিকশিত ভারত সংকল্প যাত্রার সঙ্গে সম্পর্কিত প্রযুক্তি সম্পর্কেও তাঁর মতামত তুলে ধরেন৷

অনুষ্ঠানে মুখ্য ও সম্মানিত অতিথি হিসাবে ছিলেন, ASTC chaiman মিশন রঞ্জন দাস, সহকারী আয়ুক্ত রংবামন টেরন, সহকারী সঞ্চালক পঙ্কজ মজুমদার প্রমুখ৷ উপস্থিত আমন্ত্রিতরাও বক্তব্য রাখেন৷ বলেন, আমাদের জীবনে মাটির অপরিহার্য ভূমিকা ও তা রক্ষার জরুরী বিষয় সম্পর্কে আলোচনা করেন৷

অনুষ্ঠানে বিজ্ঞানীরা কৃষকদের কেভিকে থেকে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড পেতে মৃত্তিকা পরীক্ষার বিষয়ে উৎসাহিত করেন৷ সেই সঙ্গে কৃষকদের মধ্যে প্রাকৃতিক চাষ, প্রাকৃতিক চাষের বিভিন্ন স্তম্ভ যেমন জীবামৃত, বীজামৃত, নীমাস্ত্র, আছাদনা, হুপসা ইত্যাদি সম্পর্কে সচেতনতা তৈরী করা হয়৷

কম খরচে ভার্মি কম্পোস্ট উৎপাদন, জৈব চাষ, প্রাকৃতিক চাষে অবদানের জন্য ২টি শ্রেষ্ট কৃষক পুরষ্কার ১ জন পুরুষ ও মহিলা কৃষককে দেওয়া হয়৷

এছাড়াও গণমান্য ব্যক্তিদের দ্বারা তাদের জমির মাটির স্বাস্থ্যের সঠিক রেকর্ড রাখার জন্য কৃষকদের মধ্যে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়৷

অনুষ্ঠানে ড্রোনের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কেও সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হয়৷ এছাড়াও কৃষকদের ড্রোন প্রযুক্তির ব্যবহারিক প্রদর্শন করা হয়৷

অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন ড. হিমাংশু মিশ্র এবং পূরবী তামুলী ফুকন৷ অনুষ্ঠানে ৫৫ জন কৃষক উপস্থিত ছিলেন এবং ৫টি মৃত্তিকা স্বাস্থ্য কার্ড বন্টন করা হয়৷

Show More

Related Articles

Back to top button