BARAK VALLEY

বরাক বনধ : প্রদীপ দত্ত রায়কে নোটিশ হাইলাকান্দি পুলিশের

শিলচর : আগামী ৩০ জুন বনধ ডাকায় নোটিশ দেওয়া হয়েছে BDF নেতা প্রদীপ দত্তরায়কে৷ হাইলাকান্দি জেলার পুলিশ সুপার এঅ চিঠিতে প্রদীপ দত্তরায়কে লিখেছেন, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি যেভাবে বনধ ডেকেছেন সেটা আইনত অসঙ্গত৷ এ ব্যাপারে তিনি যদি সংযত না হন তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বলা হয়েছে চিঠিতে৷ প্রসঙ্গত আগামী ৩০ জুন ডিলিমিটেশন বরাকের ২টি সিট কর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বনধের ডাক দিয়েছে BDF.

Show More

Related Articles

Back to top button