Barak Valley

বল্লবভাই প্যাটেলের ১৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ হাইলাকান্দিকে একতা দৌড়

জনসংযোগ, হাইলাকান্দি, ২৮ অক্টোবর: সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৪০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার হাইলাকান্দিতে এক রান ফর ইউনিটির। অর্থাৎ একতা দৌড়ের আয়োজন করা হয়েছে। সকাল আটটায় ডিসি অফিস থেকে এই রান ফর ইউনিটি শুরু হবে। জনসাধারণকে একতা দৌড়ে শামিল হতে জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।

এদিকে জেলার সবকটি উন্নয়ন খন্ডের হেডকোয়ার্টারে, শিক্ষা প্রতিষ্ঠান এবং লালা পুরসভার উদ্যোগেও লালাবাজারেও ধরনের একতা দৌড়ের আয়োজন করা হয়েছে মঙ্গলবার। উল্লেখ্য আগামী ৩১ অক্টোবর সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবসের দিন কালী পূজার ছুটি থাকায় এ বছরের কার্যক্রম দুইদিন এগিয়ে আনা হয়েছে।

এদিকে সরকারের সিদ্ধান্ত অনুসারে সরদার বল্লভ ভাই প্যাটেলের এ বছরের জন্মদিন ১৫০ বছর জন্মবার্ষিকী উপলক্ষে দুই বছর জুড়ে সারা দেশে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে ।এর অঙ্গ হিসেবে মঙ্গলবার থেকে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হবে দুই বছর জুড়ে। এই অনুসারে আগামী ৩১ অক্টোবর বৃহস্পতিবার দিন রাষ্ট্রীয় একতার শপথ গ্রহণ করা হবে এবং । লৌহ মানব সরদার প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।পুষ্পার্ঘ অর্পণকে এবছর পদপূজা নামে অভিহিত করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button