বাংলাদেশে গিয়ে এক যুবতিকে নিয়ে পালিয়ে এলেন তেলিখালের পারের এক যুবক
কাটিগড়া : পশ্চিম কাটিগড়ার গুমড়া আউটপোস্ট আওতাধীন রাজেশ্বরপুর গ্রামে বাংলাদেশ থেকে আসা যুবক-যুবতীকে আটক করলেন এলাকাবাসী৷
প্রাপ্ত খবর মতে, করিমগঞ্জ তেলিখালেরপার গ্রামের দীপঙ্কর নমশূদ্র ৪ মাস আগে কুশিয়ারা নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন৷ সেখানে জকিগঞ্জ বনগ্রামে গিয়ে রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজ করার পর শনিবার ভোরে ওই গ্রামের মেয়ে অর্পণা নমশূদ্রকে নিয়ে কাছাড়-মেঘালয়ের মধ্যবর্তী বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন৷
ভারত-বাংলা সীমান্ত দিয়ে পায়ে হেঁটে রওয়ানা দিলে দুপুর নাগাদ পশ্চিম কাটিগড়ার রাজ্যেশ্বরপুর গ্রামের কয়েকজন নাগরিক প্রশ্ন করলে বেরিয়ে আসে আসল তথ্য৷
তারা নাকি বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে এসেছেন৷ সঙ্গে সঙ্গে গুমড়া পিআইসি-তে খবর দিলে পুলিশ এসে যুবক-যুবতীকে আটক করে নিয়ে যায়৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ এতো কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে বাংলাদেশ পাড়ি দিয়ে ভারতের সীমান্ত অতিক্রম করে কাটিগড়া পৌঁছালো দুই যুবক-যুবতী৷ অনেকে আবার ভালোবাসা বাধ সাধে না কোন বাধা এমন মন্তব্যও করেন৷