EducationBarak Valley

বাংলার প্রশ্নপত্র ইংরেজিতে! বিস্ময়ে ডনবস্কোর অধ্যক্ষকে চিঠি বরাকবঙ্গের

শিলচর ব্যুরো : ডনবস্কো স্কুলের ইংরেজি মাধ্যমে বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম social media. এরই মধ্যে এনিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি৷ ডনবস্কো স্কুলে Principal-কে এক চিঠি পাঠিয়ে বরাক বঙ্গের কাছাড় জেলা সমিতির সম্পাদক উত্তম কুমার সাহা বলছেন, বাংলা প্রশ্নপত্র ইংরেজি মাধ্যমে করার বিষয়টি বিস্ময়ের উদ্রেক করেছে৷ এটি একেবারেই অযৌক্তিক৷ নতুন প্রজন্মের পড়ুয়াদের স্বার্থে এ ধরনের পদক্ষেপ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন৷

এমন প্রক্রিয়া স্কুলের অন্য শ্রেণিগুলোতেও হচ্ছে কি না এ নিয়েও সংশয় প্রকাশ করেছে বরাকবঙ্গ৷ চিঠিতে বলা হয়েছে, অন্য শ্রেণিতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তা পর্যালোচনা করা প্রয়োজন৷ এজন্য সংশ্লিষ্ট শিক্ষককে বাংলার প্রশ্নপত্র বাংলা ভাষাতেই প্রস্তুত করার জন্য নির্দেশ দিতে অধ্যক্ষকে অনুরোধ জানানো হয়েছে৷

প্রসঙ্গত, ডনবস্কো স্কুলের ৩য় শ্রেণির বাংলা বিষয়ের প্রশ্নপত্র ইংরেজি মাধ্যমে করা নিয়ে social media-য় অনেকেই উষ্মা ব্যক্ত করেছেন৷ সারাদিন ধরে এই প্রশ্নপত্রের কপি ভাইরাল হয়ে যায়৷ বেশিরভাগ post-ই নেটিজেনরা স্কুল কর্তৃপক্ষকেই বিঁধছেন৷ তাঁদের কথায়, এমন হলে বাংলার অস্তিত্ব থাকবে না৷ নতুন প্রজন্ম বাংলা কী করে শিখবে? এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি৷

Show More

Related Articles

Back to top button