Tuesday, December 6, 2022

বাইপাসে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

জনসংযোগ, করিমগঞ্জ : জাতীয় সড়কের করিমগঞ্জ বাইপাসে পোয়ামারার পাশে ৩ কিমি অংশে প্রায় ৩০ মিটার সড়ক ১ জুলাই সকাল ৬টার সময় ভেঙে যাওয়ায় বাইপাস দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে করিমগঞ্জের জাতীয় সড়ক ডিভিশনের EE এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন৷

এতে জানানো হয়েছে, বিকল্প সড়ক হিসাবে যানবাহন বাবা হোটেল থেকে পোয়ামারা পর্যন্ত করিমগঞ্জ শহর হয়ে ৩৭ নং জাতীয় সড়কে চলাচল করবে৷ এতে বদরপুরের দিক থেকে ত্রিপুরাগামী যানবাহনগুলি ৩৭ নং জাতীয় সড়কের বাবা হোটেল থেকে করিমগঞ্জ শহর হয়ে পোয়ামারা পর্যন্ত করিমগঞ্জ বাইপাসের ৪ কিমিঃ অংশে পোয়ামারা-কালীগঞ্জ পূর্ত সড়ক দিয়ে চলাচল করবে৷ পাশাপাশি ত্রিপুরার দিক থেকে আসা যানবাহন ৮ নং জাতীয় সড়কের করিমগঞ্জ বাইপাসের পোয়ামারা জংশন থেকে বর্তমানের সিঙ্গল লেন পোয়ামারা সেতু থেকে বাবা হোটেল পর্যন্ত করিমগঞ্জ শহর হয়ে চলাচল করবে৷

Latest Updates

RELATED UPDATES