Barak ValleyEntertainment

বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের অনুষ্ঠান করিমগঞ্জে

করিমগঞ্জ : করিমগঞ্জ সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলের সভাকক্ষে শনিবার বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের স্বাধীনতার অমৃত মহোৎসব-র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ অনুষ্ঠানের সুচনা করেন অতিথিরা৷ এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রতিমা শুক্লবৈদ্য৷ উদ্বোধনী সঙ্গীত ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’ পরিবেশন করে শিল্পী রাজলক্ষ্মী দাস৷

অনুষ্ঠানে আলোচনা সভার মুখ্য বক্তা ছিলেন ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক গৌতম চৌধুরী৷ তিনি ডিলিমিটেশনে বরাকের বঞ্চনার বিষয় এবং কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন৷ এছাড়া অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক শিবানী বিশ্বাস স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদান নিয়ে আলোচনা করেন৷ এরপর গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা দেশাত্মবোধক দলীয় সঙ্গীত পরিবেশন করেন-‘ও আমার দেশের মাটি’৷ এতে শিল্পীরা ছিলেন-মঞ্জুরী চৌধুরী, তৃষা দাস, নবনীতা নাগ, অনিন্দিতা নাগ, বিষ্ণুপদ নাগ, বৈশাখী চক্রবর্তী, জন্মজিত ভট্টাচার্য, লোপা কর্মকার, রেশমী রায় ও রাজলক্ষ্মী দাস৷

এরপর কবিতা ও একক দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করেন স্বর্ণালী দত্ত৷ কবিতা পাঠের আসরে স্বরচিত কবিতা পাঠ করেন-ছন্দা দাস, চান্দ্রেয়ী দেব, শিবানী গুপ্ত, গীতা মুখার্জী, বন্দনা সেনগুপ্ত, জয়ন্তী নাথ ও প্রতিমা শুক্লবৈদ্য৷ শুভ দাসগুপ্তের কবিতা পাঠ করেন অনিন্দিতা চক্রবর্তী এবং শিবানী গুপ্তের কবিতা পাঠ করেন গোপাল পাল৷ শেষে ধামাইল নৃত্য পরিবেশন করেন নন্দিনীর সদস্যরা৷ প্রতিমা শুক্লবৈদ্যের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়৷

Show More

Related Articles

Back to top button