Barak Valley
বাজারিছড়ায় গাঁজা সহ আটক ১
বাজারিছড়া : গাঁজা বোঝাই লরি ধরা পড়ল বাজারিছড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে৷ আটক করা হয় লরি চালককে৷ তার নাম সাহেবজি ত্রিপুরা (২২)৷ বাড়ি ত্রিপুরার আমবাসায়৷ জানা গেছে সোমবার বিকালে AS 01 GC 0789 নম্বরের ১টি ১২ চাকার সিমেন্ট বহনকারী লরি ত্রিপুরা গেট পেরিয়ে বাজারিছড়ার চুরাইবাড়ি ওয়াচপোস্টের সামনে এলে গাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ এতে লরির কেবিনে থাকা সিটেন নিচে বিভিন্ন প্যাকেটে ১০২ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়৷ ধৃতকে বাজারিছড়া থানায় আটকে রাখা হয়েছে৷ মঙ্গলবার তাকে জেলা CJM আদালতে সোপর্দ করা হয়৷