BARAK VALLEYASSAMNORTH-EAST

বানপ্রস্থ জ্ঞানানন্দ ব্রম্রচারী পরলোক গমন করেন

শিলচর, দীপ দেব: শিলচর সোনাই রোড আশুতোষ লেনের প্রবীন বাসিন্দা ধর্মপ্রান বানপ্রস্থ জ্ঞানানন্দ ব্রম্রচারী পরলোক গমন করেন গতকাল সকাল ৮.৪৫ মিনিটে নিজ বাসস্থানে। তিনি বিগত কয়েকমাস থেকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। উনার বয়স হয়েছিল ১০৫ বছর। মৃত্যুকালে উনার সঙ্গে ছিলেন স্ত্রী সুমতি রাণী দত্ত ও একমাত্র পুত্র শিলচর ও মিজোরামের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা শিলচর শঙ্করমঠ ও মিশনের একনিষ্ঠ ভক্ত প্রনব দত্ত সহ পাঁচ কন্যা এবং রেখে গিয়েছেন অসংখ্য গুনমুগ্ধ আত্মীয় পরিজনদের।

তিনি পরোপকারী ও সাধু স্বভাবের একজন ব্যক্তি হিসেবে সবাইর কাছে সুপরিচিত ছিলেন।উনার পার্থিব দেহ শিলডুবিতে সমাধিস্থ করাকালীন উপস্থিত ছিলেন শিলচর ভোলাগিরি আশ্রমের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পরিচিত মহলে।শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রম্রচারী মহারাজ বানপ্রস্থ জ্ঞানানন্দ ব্রম্রচারীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

Show More

Related Articles

Back to top button