Barak Valley
বানভাসিদের বিভিন্ন শিবিরে রান্না করা খাবার বিতরণ রাধারমণ সেবক সংঘের
করিমগঞ্জ : করিমগঞ্জের হাজার হাজার মানুষ বানভাসি৷ আশ্রয় শিবিরে লোক সংকুলান হয়না৷ জাতীয় সড়কের পাশে তাবু গেড়ে দিন কাটাচ্ছেন মানুষ৷ কী ভয়ানক পরিস্থিতি৷ সরকারি ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে শিবিরে৷ পাশাপাশি বিভিন্ন সমাজসেবী সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠান ত্রাণ বন্টনে ঝাঁপিয়ে পড়েছে৷
শ্রীশ্রী রাধারমণ সেবক সংঘ মোবাইল গ্রুপও পিছিয়ে নেই৷ প্রতিদিন বিভিন্ন ত্রাণ শিবিরে রান্না করা খাদ্য বন্টন করছেন কর্মকর্তারা৷ ইতিমধ্যে শহরের স্কুল গুলিতে আশ্রিত ২০০০+ আশ্রিতের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ এই সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অন্যতম কর্মকর্তা জয়ন্ত দেব৷