BARAK VALLEY

বারইগ্রামে রাধারমণ গোস্বামী জিউর তিরোধান তিথির সূচনা

করিমগঞ্জ, ২০ জুন : প্রভুপাদের সমবেত উপসনা সহ হরিনাম যজ্ঞের শুভ অধিবাসের পাশাপাশি বৃক্ষ রোপণ করে প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ৫৩ তম তিরোধান তিথি উৎসবের সূচনা হয়। আশ্রমের প্রধান সেবাইত প্রণবান্দ দাস বাবাজী৷

এ প্রসঙ্গে তিনি বলেন বর্তমান প্রাকৃতিক বিপর্যয়ের যে পরিস্থিতি সৃষ্টির জন্য আমরা দায়ী । তাই জন্ম, মৃত্যু বা যে কোন পারিবারিক ও সামাজিক উৎসবে গাছ লাগাতে হবে। তিনি বলেন প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য বজায় রাখতে হলে গাছ লাগানো একান্ত প্রয়োজন । তবে গাছ লাগানোর চেয়েও যেসব গাছ আছে তাদের সুরক্ষা কে বিশেষ মর্যাদা দিতে হবে ।নানা অজুহাতে বন ধ্বংস হচ্ছে ,ধ্বংস হচ্ছে প্রকৃতির, যার ফলস্বরূপ মানুষকে ভুগতে হচ্ছে । চলিত বছরের প্রচণ্ড গরম ও বিগত করোনা মহামারীর প্রলয়ংকারী ধ্বংসলীলা চলেছিলো তা ভুলে গেলে চলবে না । গরম,বন্যা সব কিছুর সঙ্গে প্রকৃতির সম্পর্ক থাকতে হবে । গাছ ধ্বংস মানে প্রকৃতির প্রতি মানবজাতির অবহেলার কারণ । তাই শুধু বিশ্ব পরিবেশ দিবসে নয় প্রতিটি দিন যেন আমরা বৃক্ষরোপণ করি এবং তাদের যত্ন করি। তবে আমাদের বর্তমানে বিভিন্ন প্রজাতির গাছ এর পাশাপাশি বিশেষ করে ফল ফসারির গাছ লাগানো একান্ত প্রয়োজন ।কারণ ফল প্রসারির গাছ না থাকায় পশু পক্ষীরা খাদ্য সঙ্কটে ভুগছে । সেই দিকে লক্ষ্য রেখে প্রতিটি মানুষের বিশেষ নজর দিতে হবে এবং ফলের গাছ লাগাতে হবে।

বৃক্ষ রোপণ কার্য্যসূচিতে উপস্থিত ছিলেন, সুদেবী দাসী (বড় মাইজি,)
গৌর গোবিন্দ দাস বাবাজী, রসিক দাস বাবাজী, বাদল পাল, রঞ্জিত দাস,বাসন্তী দে, অরূপ রায়,সুনয়ন দাস, কিশোর দেব রায়, বিজন পাল, টিংকু পাল, সঙ্গীতা পাল, অভিজিৎ রায় , রবি শঙ্কর দত্ত,রাজদীপ দাস,সানি নাথ, বিশাল পাল,বিজয় মালাকার৷

এদিকে ২১ জুন বুধবার ভোরবেলা মঙ্গল আরতি ও হরিনাম যজ্ঞের শুভ আরম্ভ । সকালে গুরুপূজা ,দুপুরে অঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ বিতরণ । রাতে সমাবে উপাসনা।

২২ জুন বৃহস্পতিবার প্রভাতে প্রভুপাদের বিগ্রহ সহকারে নগর পরিক্রমা ও হরিনাম যজ্ঞের সমাপন এবং দধি ভঞ্জন , মহন্ত বিদায় ।
এবার হরিনাম সংকীর্তন পরিবেশন করবে “গোপাল বাবাজী সম্প্রদায়, ভক্তি বিলাশ সম্প্রদায় ,প্রাণ গোবিন্দ সম্প্রদায় ,বাকে বিহারি সম্প্রদায়, শিবশক্তি সম্প্রদায় ।

উৎসব কে সফল করে তোলার জন্য সকল ভক্তদের নিকট আবেদন জানান আশ্রম কমিটির সম্পাদক তরুণ চৌধুরী,এবং উৎসব পরিচালন কমিটির সভাপতি বাদল পাল ও সম্পাদক বিশ্বজিত রায় । এক প্রেস বার্তায় আশ্রম এখবর জানান আশ্রম কমিটির প্রচার সম্পাদক কার্তিক পাল৷

Show More

Related Articles

Back to top button