Updates
বিডিএফের বনধ ২৭ জুন
ডিলিমিটেশনের মাধ্যমে বরাক উপত্যকার রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেবার চক্রান্তের প্রতিবাদে আগামী ৩০ শে জুন বরাক বনধের ডাক দিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আজ এক জরুরি সভায় বিভিন্ন দল সংগঠনের সাথে পরামর্শ ক্রমে এই বনধকে এগিয়ে ২৭ শে জুন মঙ্গলবার ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা অব্দি সর্বাত্মক বনধ পালন করার সিদ্ধান্ত নিল বিডিএফ – সমস্ত সহযোগী দল সংগঠন ও জনগনকে সমর্থনের আহ্বান প্রদীপ দত্তরায়ের।