Updates

বিধায়ক বিজয়ের বাড়ির রাস্তা তৈরি করে দিল পৌরসভা!

নিজস্ব প্রতিবেদন, অসম : ৩০টি বাড়ির জন্য একটি রাস্তা৷ আর সেই রাস্তাই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে৷ রাস্তাটি একবার যিনি দেখেছেন, তিনি প্রশংসা না করে থাকতে পারবেন না৷ সত্যিই এরকম সুন্দর রাস্তা করিমগঞ্জ জেলায় দ্বিতীয় নেই৷ আর হবে কি না সন্দেহ৷ রাস্তার উপরে লেখা রয়েছে KMB 2022.

ফাইবার ব্লকে তৈরি শহরের তারাভূষণ লেনে রয়েছে রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে অন্তত ১৮ লক্ষ টাকা৷ পৌরসভার JE দেবাশিস দাস এ বিষয়ে সত্যতা স্বীকার করেছেন৷ নানা সড়ক সমস্যার অভিযোগ থাকার পরও ফাইবার ব্লকে তৈরি রাস্তাটি যেন বিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছে৷ ব্লকের উপর পেইন্ট করে রাস্তাটির সুন্দরতা যেন বাড়িয়ে তুলেছে৷ বলা যেতে পারে এটি একটি মডেল রাস্তা৷ ৩০টি বাড়ি থাকা গলিতে নেই উপ-পৌরপতি কিংবা পৌরপতি ঘর, তারপরও কেন এত টাকা ব্যয় করা হল?

সূত্রের খবর অনুযায়ী, এর পেছনে থাকতে পারে রাজনৈতিক বোঝাপড়া৷ মূলত এখানে রয়েছে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার নিবাস৷ গুঞ্জন যদি সঠিক হয়, তবে দেখা যায় অপর বিধায়ক কৃষ্ণেন্দু পাল পৌর নির্বাচনের আগে কথা দিয়েছিলেন বোর্ড গঠন হলে রবীন্দ্র দেবকেই পৌরপতি করা হবে৷ যথারীতি পৌরপতিও হন তিনি৷ কিন্তু সেই জুটি তেমনটা কাজ দেখাতে পারেনি বলে দাবি৷

তাই দু’জন বিধায়কের একজনকে তো হাতে রাখতেই হবে৷ তাই বিধায়ককে খুশি রাখতেই কি ১৮ লক্ষ টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন রাস্তা তৈরী করে উপহার দিল পৌরসভা?

Show More

Related Articles

Back to top button