Barak ValleyEducation

পানিঘাট হোসাইনিয়া এম ই মাদ্রাসার ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ

মিনহাজুল আলম তালুকদার : পাথারকান্দি শিক্ষা খণ্ডের পানিঘাট হোসাইনিয়া এম ই মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি হাতে নেন। প্রথমে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত লাতু মালেগড় টিলা ঘুরে দেখেন ছাত্র-ছাত্রীরা। এরপর পরিদর্শন করেন সর্বধর্ম সমন্বয় সভার সুতারকান্দি শাখা কার্যালয় ও সুতারকান্দি মডেল স্কুল। এরকম উদ্যোগ নেওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের প্রশংসা করার পাশাপাশি প্রধান শিক্ষক আব্দুল জলিলকে উত্তরীয়, ফুলের তোড়া ও কভার ফাইল দিয়ে সম্মান জানান সংস্থার পক্ষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, শিক্ষিকা মাম্পি দাস পুরকায়স্থ ও ওয়াহিদা চৌধুরী। গজল ও কিরাত পরিবেশন করেন সুহানা পারভিন, কাওসার আলম ও সুরাইয়া বেগম। তাদেরকে সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে বস্ত্র ও খাতা কলম দিয়ে পুরস্কৃত করেন সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। বক্তব্য রাখেন পানিঘাট ক্লাস্টারের সিআরসিসি জয়নুল হক ও প্রধান শিক্ষক আব্দুল জলিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক আবু সুফিয়ান, কাজিমা বেগম, সামসুল হক, এমাদ উদ্দিন প্রমুখ। ভ্রমণকারী সকল ছাত্র-ছাত্রীকে বিস্কুটের প্যাকেট ও চকোলেট বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে। শেষে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেন হোসাইনিয়া এম ই মাদ্রাসার ছাত্রছাত্রীরা।

Show More

Related Articles

Back to top button