Barak Valley
বিশ্ববীণা’র নতুন কমিটি গঠিত
করিমগঞ্জ : করিমগঞ্জ বিশ্ববীণা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়৷ সভায় সংস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর নতুন কমিটি গঠন করা হয়৷
এতে সর্বসম্মতিক্রমে বিশ্বতোষ পালকে সভাপতি, দীপঙ্কর দেবকে সহ-সভাপতি, প্রান্তিক দাসকে সম্পাদক ও স্বরূপ দাসকে সহ-সম্পাদক, শুভ্রজ্যোতি দাম ও জয়িতা দাসকে সাংস্কৃতিক সম্পাদক ও পঙ্কজ গোস্বামীকে ক্রীড়া সম্পাদক মনোনীত করা হয়৷
এছাড়াও সুরজিৎ দেবকে কোষাধ্যক্ষ ও বিশ্বরূপ বণিককে সহকারী-কোষাধ্যক্ষ ও কবিতা দাস, অপর্ণা গোস্বামী, দেবাশিস দাস, অর্ণব দাস, সাগর দাস, জয়দীপ দাস, রাজদীপ দাস, শান্তনু লোহ ও সুব্রত মজুমদারকে কার্যকরী সদস্য হিসাবে মনোনীত করা হয়৷