Barak Valley

মিজোরামে অমিজোদের হেনস্তার প্রতিবাদ

শিলচর {পিএনসি }- মিজোরামে বসবাসরত অ উপজাতি নাগরিকদের প্রতি হেনস্থা শুরু হওয়াতে সামাজিক সংগঠন ড এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরাম উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছে ।
ফোরামের সভাপতি হারাণ দে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর কাছে এক ইমেইল পাঠিয়ে বলেছেন যে মিজোরামে অউপজাতি দের প্রতি হেনস্থা করা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এখন আবার নতুন করে মিজোরামে বসবাসরত বাইরের রাজ্যের মানুষের প্রতি হেনস্থা করা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মিজোরাম সরকারের ওপর চাপ সৃষ্টি করে পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে ফোরাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে।
হারাণ বাবু আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কাছে অপর এক ইমেইল পাঠিয়ে তাঁকে এবিষয়ে মিজোরাম সরকারের ওপর চাপ সৃষ্টি করার দাবি জানিয়েছেন । এই ইমেইলে বলা হয়েছে যে যেহেতু এই হেনস্থার শিকার বেশিরভাগ ই দক্ষিণ আসামের মানুষ -কাজেই পরিস্থিতি স্বাভাবিক করতে ড শর্মার উচিত অবিলম্বে মিজোরামের মূখ্য মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা।

Show More

Related Articles

Back to top button