Barak Valley
বিষক্রিয়ায় কাতরানো গৃহবধূ উদ্ধার পাথারকান্দিতে
পাথারকান্দি : বিষক্রিয়ায় কাতরানো এক গৃহবধূকে উদ্ধার করা হলো পাথারকান্দিতে৷ চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পাথারকান্দি পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে৷ মঙ্গলবার দুপুরে উল্লেখিত স্থানে শাঁখা-সিঁদুর পরিহিত এক মহিলাকে বিষক্রিয়ায় কাতরাতে দেখে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাথারকান্দি সামূহিক হাসপাতালে ভর্তি করেন৷ পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়৷ মহিলার নাম মৌসুমী শুক্লবৈদ্য, বাড়ি বদরপুরে৷ তাঁর বাপের বাড়ি নিলামবাজারে৷ কিন্তু কী কারণে তিনি পাথারকান্দি আসেন এবং কীভাবে তাঁর এমন অবস্থা হল সেসম্পর্কে কিছুই জানা যায় নি৷ এ ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে৷