Barak Valley

বন্ধ্যাত্বকরণে মৃত্যু, রহস্য কিনারায় দাবি NSUI-র

করিমগঞ্জ : সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক আশীষ বিশ্বাসের বিরুদ্ধে এবার মাঠে নামলো NSUI.সদ্য প্রয়াত শহরের সরিষা এলাকার বাসিন্দা ঊষা বর্মনের মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে ছাত্র সংস্থার সদস্যরা সোমবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম-সঞ্চালক রাজীব বরুয়ার হাতে এক স্মারকপত্র তুলে দেয়৷ NSUI-র রাজ্য সম্পাদক শুভজীত চক্রবর্তীর নেতৃত্বে ছাত্র সংস্থার এক প্রতিনিধি দল এদিন সরকারি হাসপাতালের বিভিন্ন সমস্যার পাশাপাশি বিতর্কিত চিকিৎসক আশিষ বিশ্বাসের বিরুদ্ধে বিহীত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়৷

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ছাত্রনেতা শুভজিৎ চক্রবর্তী বলেন, আজকে NSUI-র তরফ থেকে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের হাতে দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেওয়া হয়৷ জেলার লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা পরিষেবার একমাত্র ভরসাস্থল সরকারি হাসপাতাল ক্রমশ অবনতির পথে যাচ্ছে৷ বন্ধ্যাত্বকরণের জন্য সরকারি হাসপাতালে আসা রোগীকে বেডে শুইয়ে রেখে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে৷

রোগীর পরিবারের লোকজনদের ভাষ্যমতে চিকিৎসক আশিষ বিশ্বাস নাকি নিজের মুখে বলেছেন, রোগীর অবস্থা খুব একটা ভালো নয়, অন্যদিকে মুমুর্ষ রোগীকে তালা বন্ধ করে রেখে দিয়েছেন৷ তা কি চিকিৎসার ধরণ? এমন প্রশ্নও তুলেন শুভজিৎ৷ এভাবে ঘন ঘন রোগীর মৃত্যু কোনও অবস্থায় মেনে নেওয়া যায় না৷ যদি বিভাগীয় শীর্ষ পদে থেকেও এধরনের অনৈতিক কাজের জন্য অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিতে পারেন, তাহলে পদ ছেড়ে অন্যত্র চলে যেতে জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক রাজীব বরুয়াকে হুঁশিয়ারী দেন NSUI-র রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী৷

এদিনের প্রতিনিধি দলে ছিলেন VP শিবম দত্ত, GS সুস্মিত দেব প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button