Updates

বৃষ্টির দাবি ভগবানের দরবারে : কসবেশ্বরী কালী মন্দিরে জল ঢালছে মানুষ

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ৮ জুন : প্রকৃতি থেকে যদি কেউ শক্তিশালী হয়ে থাকে তাহলে সৃষ্টিকর্তা। এমনটাই আস্থা রাখে আছে আজও মানুষ। গত কয়েক দিন ধরেই অস্বাভাবিক তাপ প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাঁসফাঁস গরম সহ্য করতে না পেরে এবার ভগবানের দরবারে সামিল হয়েছে পুরুষ মহিলারা।

বৃহস্পতিবার সকালে দেখা গেল এই দৃশ্য ৫৫০ বছর পুরনো কসবেশ্বরী মায়ের মন্দিরে। রাজন্য আমলে যখন খরা হতো তখন মায়ের মন্দিরে গিয়ে বৃষ্টির জন্য আরাধনা করতো মানুষ। সেই পুরনো দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার। এদিন কমলা সাগর দিঘির পবিত্র জল পুরুষ ও মহিলারা কাঁধে করে নিয়ে এসে মন্দির ধুয়ে দেয়। মায়ের কাছে স্রষ্টাঙ্গে প্রণাম করে ভক্তরা বৃষ্টির জন্য দাবি জানায়। মায়ের মন্দিরে পুজো দিলে বৃষ্টি হবে বলে জন মানসে সুদীর্ঘকাল ধরে বিশ্বাস। আর সেই বিশ্বাস আজও যেন মানুষের মনে জায়গা করে রেখেছে। দুপুরে বহু জায়গায় এদিন বৃষ্টি হয়েছে। ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে মনে করেন। বিশেষ করে খুশি হয়েছে কৃষকরা। কারণ অস্বাভাবিক গরমের কারণে মানুষ ব্যতিবস্ত ছিল। আবহাওয়া দপ্তর থেকে কোন পূর্বাভাস পায়নি। তবে যথারীতি এদিন ঝড় বৃষ্টিতে যেন স্বস্তি মিলেছে মানুষের।

Show More

Related Articles

Back to top button