Monday, October 3, 2022

বৃহস্পতিবার শিলচরে টিকার সুচি

জনসংযোগ, শিলচর, ১৩ জুলাই:– বৃহস্পতিবার শিলচর শহরে কভিড ১৯-এর টিকাকরণ অভিযানের অধীনে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ এর টিকা, কো- ভেকসিন ও কোভিশিল্ডের অনস্পট বুস্টার ডোজ , ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিশিল্ড ও কো- ভেকসিন , এবং ১২-১৪ বছর বয়সীদের করবোভ্যাকস এর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা ৩টি কেন্দ্রে দেওয়া হবে l

যে সেন্টারে ১২-১৪ বয়সীদের করবেভ্যাকস এর টিকা, কোভিশিল্ডের , কো- ভেকসিন ও কোভিশিল্ডের অনস্পট বুস্টার ডোজ , ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিশিল্ড ও কো- ভেকসিন দেওয়া হবে সেই কেন্দ্রটি হচ্ছে শিলচর ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসি’র বিপরীতে সঞ্জীবনী কেন্দ্র, শিলচর ইটখোলা অ্যাথলেটিক ক্লাব এবং শিলচর কনকপুর এর জাগৃতি ক্লাবে এই টিকা প্রদান করা হবে l

Latest Updates

RELATED UPDATES