Barak Valley

বেদি সাফাই, প্রদীপ প্রজ্বলন সহ গুচ্ছ কর্মসূচিতে শহিদ দিবস উদযাপনের প্রস্তুতি করিমগঞ্জে

করিমগঞ্জ : ভাষা শহিদ দিবস সমাগত ৷ এ উপলক্ষে ‘২১-র পথচলা’র তরফে ৩ দিনব্যপী নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে৷ ‘বরাকের আওয়াজ’র পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় করিমগঞ্জের সরস্বতী বিদ্যানিকেতনে ভাষা শহিদ দিবস পালনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়৷ নির্মাল্য দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ২১ জুলাই মাতৃভাষা শহিদ দিবসের প্রাসঙ্গিতা নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা৷ সভায় নেওয়া সিদ্ধান্ত অনুমায়ী বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে৷

অনুষ্ঠান সূচিতে রয়েছে ১৯ জুলাই করিমগঞ্জ শহরের শহিদ বেদিগুলোকে পরিষ্কার করা হবে৷

২০ জুলাই সন্ধ্যায় ডিসি বাংলোর সামনে থাকা শহিদ বেদি প্রাঙ্গণ থেকে সন্ধ্যায় প্রদীপ হাতে নিয়ে পদযাত্রা৷ এরপর বিভিন্ন শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে৷

২১ জুলাই সকাল ৮টায় একযোগে শহরের প্রতিটি শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি ও সন্ধ্যায় প্রতিটি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ও বেসরকারি কার্যালয়ে ২টি করে প্রদীপ প্রজ্বলন করা৷ এতে সর্বস্তরের নাগরিকদের পাশাপাশি প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সহযোগিতা কামনা করছেন ‘বরাকের আওয়াজ’র পক্ষ থেকে অরূপ রায়৷

সভায় উপস্থিত ছিলেন আইনজীবি পিকলু দাস সহ বিশিষ্ঠজনেরা৷

Show More

Related Articles

Back to top button