Barak Valley

করিমগঞ্জে মানব পাচার বিরোধী দিবসে সচেতনতামূলক কর্মসূচি

করিমগঞ্জ : মানব পাচার বিরোধী দিবসের অঙ্গ হিসেবে মানবাধিকার সহায়তা সংস্থা ও এভাগ ক্রস বর্ডার স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয় করিমগঞ্জে৷ Karimganj Senior Secondery School of Science-র প্রেক্ষাগৃহে মানবাধিকার সহায়তা সংস্থার জেলা প্রমুখ বিকাশ ভট্টাচার্য ও শ্যামল চৌধুরীর পরিচালনায় আয়োজিত সভায় নারী নির্যাতন, শিশু নির্যাতন, শিশু শ্রমিক, নারী পাচার, শিশু পাচার ইত্যাদি জ্বলন্ত সমস্যা কীভাবে প্রতিহত করা যায়, সে বিষয়ে আলোচনা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা শাখার মহশ্বেতা চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক প্রিয়ঙ্কা ইউমনাম৷ এছাড়া শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, সমাজসেবী দীপঙ্কর ঘোষ, অধ্যাপিকা ড. তনুশ্রী ঘোষ, বিষ্ণুপদ নাগ, অরূপরতন দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷

প্রাসঙ্গিক বক্তব্যে বক্তারা বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটের কারণে বেকারত্বের হার বৃদ্ধি মুখ্যত মানব পাচারের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে৷ প্রযুক্তি ব্যবহার করে অপরাধীরা তাদের তৎপরতা জোরদার করছে৷ লোকদের আকৃষ্ট করা সহ শোষণ ও নিয়ন্ত্রণের জন্য তারা digital platform-র নানা tool ব্যবহার করছে৷ তবে পাচারের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে অনেক সম্ভাবনা তৈরি করেছে প্রযুক্তি৷ Internet ও Social Media নিরাপদ ব্যবহারে সচেতনতা বাড়ালে পাচারের ঝুঁকি কিছুটা কমবে৷ পাচার প্রতিরোধে প্রযুক্তিভিত্তিক সমাধানে বেসরকারি খাতের উদ্ভাবন এবং দক্ষতা কাজে লাগানো যেতে পারে৷ মানব পাচারের মত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরকার zero tolerance নীতি নিয়েছে৷ সরকার এ ব্যাপারে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে বলে বক্তারা মত ব্যক্ত করেন৷

সংস্থার পক্ষে টিঙ্কু রায়, রাজদীপ সেন, রীতা পুরকায়স্থ, উৎপলা দেব, অরুণিমা নাথ, কৃষ্ণা ভট্টাচার্য, অরূপকুমার দাস, রঞ্জিত কুমার দেব, ভবাণী দাস, সর্বাণী মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন৷

Show More

Related Articles

Back to top button