Barak Valley

ভুমিধ্বসের আশংকায় হাইলাকান্দি প্রশাসনের সতর্কতা জারি

জনসংযোগ, হাইলাকান্দি, ১৪জুন : হাইলাকান্দি জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা শাখা থেকে জেলায় অত্যধিক বৃষ্টিপাতের ফলে ভূমিধ্বসের আশঙ্কায় জেলাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

জেলা প্রশাসনের থেকে প্রচারিত এক আবেদনে বলা হয়েছে যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী চার-পাঁচ দিন হাইলাকান্দি জেলাতে অত্যধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি অঞ্চলের মাটি নরম হয়ে ভূমিস্খলনের আশঙ্কা রয়েছে। তাই পাহাড় বা টিলা অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ, মাটিকাটা, গৃহ নির্মাণ ইত্যাদি কাজ আগামী কয়দিন বর্জন করতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।

যদি কোন দুর্যোগ দেখা দেয় তবে সে ক্ষেত্রে নিকটবর্তী সার্কেল অফিসের দুর্যোগ শাখায় যোগাযোগ করতে আবেদনে অনুরোধ জানানো হয়েছে। জেলা দুর্যোগ সহায়তার ফোন নম্বর হলো ০৩৮৪৪-১০৭৭ এছাড়া সার্কেল অফিসের নম্বর গুলি হল আলগাপুরে ৭০০২৩১৮৬৯৩ হাইলাকান্দিতে ৭৩৯৯৬০৬৯২০ লালায় ৮৮৭৬৩৮৯১৯৫ এবং কাটলিছড়ায় ৯১০১৫০১০৭৬

এদিকে জেলার এই ভূমিধ্বস প্রবণ এলাকাগুলিতে মঙ্গলবার থেকে জনসাধারণকে এ ব্যাপারে সতর্ক থাকতে ব্যাপক মাইকিং প্রচার অভিযান শুরু হয়েছে।

Show More

Related Articles

Back to top button