মকইভাঙ্গায় দু’টি দোকানে চুরি কান্ড
ভাঙ্গা ও বদরপুর প্রতিনিধি : মকইভাঙ্গায় গভীর রাতে এক চুরিকান্ড সংঘটিত হয়েছে৷ জানা গেছে, সোমবার রাতে মকইভাঙ্গায় দুটি দোকানে হানা দেয় চোরেরা৷ হেলাল উদ্দিনের মুদি দোকানের বেড়ার টিন কেটে চোরেরা ভেতরে ঢোকে৷ ক্যাশ বাক্স থেকে টাকা-পয়সা ও কিছু দামি জিনিসপত্র নিয়ে যায়৷ ঠিক একইভাবে ওই দোকান লাগোয়া রাজীব আহমেদের হার্ডওয়ার দোকানের টিনের বেড়া কেটে প্রবেশ করে চোরের দল৷ ভেতরে থাকা আরও একটি দরজা ভেঙে মূল দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা-পয়সা ও কিছু দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়৷
মঙ্গলবার দোকান খুলতে এসে দোকান মালিকরা ঘরের বেড়া কাটা ও ক্যাশ বাক্স ভাঙা দেখে চুরি হয়েছে বুঝতে পারেন৷ তারপর ভাঙা আউটপোস্টে এ সংক্রান্ত এজাহার দাখিল করেন৷ আউট পোস্টের ইনচার্জ দিবাকর গগৈ পুলিশ নিয়ে এসে ঘটনার তদন্ত করেন৷ গ্রেফতারের কোন খবর নেই, তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷