Updates
মঙ্গলবার হাইলাকান্দিতে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া
জনসংযোগ, হাইলাকান্দি, ১০ জুন : রাজ্যের পিএইচই, দক্ষতা,নিয়োগ,উদ্যমী এবং পর্যটনমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া মঙ্গলবার হাইলাকান্দিতে আসছেন। তিনি হাইলাকান্দিতে সকাল ১০টা ২০ থেকে বেলা ২টা পর্যন্ত দলীয় কার্যসূচিতে অংশ নেবেন। এরপর বেলা ২টায় তিনি প্রেস মিটে এড্রেস করবেন হাইলাকান্দিতে। মন্ত্রী মল্লবরুয়া এরপর ২টা ২০ মিনিটে সরকারি আধিকারিকদের সঙ্গে এক রিভিউ বৈঠকে মিলিত হয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবেন।