মাইজগ্রামে নিরীহ প্রাণীর উপর হামলা, শাস্তির দাবি ভিএইচপি ও বজরং দলের
মাইজগ্রাম : করিমগঞ্জ জেলার মাইজগ্রাম তাজপুর এলাকায় কিছু দুষ্কৃতীকারী একটি গৃহপালিত গরুকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ৷ ঘটনাটি সোমবার রাতে মাইজগ্রাম তাজপুরের বাসিন্দা গোপাল ভট্টাচার্যের বাড়িতে ঘটে৷ খবর পেয়ে উপস্থিত হন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল৷ করিমগঞ্জ সদর থানার ওসিকে জানানো হয়৷
মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন৷
বিশ্ব হিন্দু পরিষদ করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক সজলচন্দ্র দে বলেন, হিন্দুরা গরুকে গোমাতা হিসাবে পূজা করেন৷ এমন ঘটনা আগেও ঘটেছে৷ এলাকায় সম্পূর্ণ ঘটনাটি পরিকল্পিত৷ ইচ্ছে করে হিন্দু ও হিন্দু মাতার উপর হামলা চালিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে৷
পুলিশ সুপার দুষ্কৃতী গ্রেফতারের আশ্বাস দেন৷ গোপাল ভট্টাচার্য সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানান৷ ছিলেন বাপন চক্রবর্তী, শচীন শর্মা, কানাই গোয়ালা প্রমুখ৷