Barak Valley

মাকুন্দায় ওয়েলডিংয়ের দোকানে আগুন, পুড়ল গাড়ি

পাথারকান্দি : বড় ধরনের এক অগ্নিকাণ্ডের হাত থেকে বরাত জোরে রক্ষা পেল বাজারিছড়ার মাকুন্দা এলাকা৷ শুক্রবার বিকেল ৪টা নাগাদ মাকুন্দার এক ওয়েল্ডিং দোকানে একটি অল্টো গাড়ি ওয়েল্ডিং করতে গিয়ে আকস্মিকভাবে গাড়িতে আগুন লেগে যায়৷ দাউ দাউ করে আগুন জ্বলে ওই গাড়িতে৷ এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান গাড়ির মালিক সহ দোকান মালিক৷ পাশ্ববর্তী লোকজনও ছুটে আসেন অকুস্থলে৷ পরে সকলের সহযোগিতায় বালতি দিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণ করা হয়৷ তবে গাড়ির বেশকিছু ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে৷ উল্লেখ্য, এলাকাটি ঘন জনবসতি পূর্ণ৷ যদি আগুন ছড়িয়ে যেত তাহলে বিস্তীর্ণ অঞ্চল আগুনের কবলে পড়ে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হত৷ ভাগ্যিস তড়িঘড়ি আগুন নেভাতে উপস্থিত লোকের তৎপর হয়ে ওঠাতে তা নিয়ন্ত্রণে চলে আসে৷ এতে নিশ্চিতভাবে এক বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় গোটা এলাকা৷

Show More

Related Articles

Back to top button