মাধ্যমিকের কম্পার্টমেন্টাল : হাইলাকান্দি গভমেন্ট এইচএস স্কুলের পাশে ১৪৪ ধারা
জনসংযোগ, হাইলাকান্দি, ৩ জুলাই : হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদ (সেবা) পরিচালিত মাধ্যমিকের কম্পার্টমেন্ট পরীক্ষার কেন্দ্র হওয়ায় হাইলাকান্দি ভি এম গভর্মেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের সীমা বরাবর ১০০ মিটার এলাকায় ফৌজদারী দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করেছেন। এর ফলে ৪ জুলাই সকাল ৮টা থেকে আট জুলাই বিকেল ৫টা পর্যন্ত ওই এলাকায় কম্পার্টমেন্টাল পরীক্ষার প্রার্থী, পুলিশ এবং পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট কোন স্টাফ ছাড়া কারো প্রবেশ ১৪৪ ধারায় নিষিদ্ধ থাকছে। এদিকে এই পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চার সদস্যের একটি ফ্লাইং স্কোয়াড স্কোয়াড টিম গঠন করে দিয়েছেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার এস সিংহল (আইএএস) এর নেতৃত্বে এই ফ্লায়িং স্কোয়ডের সদস্য হলেন ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার চম্পক ডেকা, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিস জামাল উদ্দিন চৌধুরী এবং হাইলাকান্দি থানার ওসি এ দাওলাগাপু।