Barak ValleyEntertainment

করিমগঞ্জে ৫ দিনের কত্থক নৃত্য কর্মশালার সূচনা

পিএনসি, করিমগঞ্জ : পরণ, দ্য ব্যলেশপ-র ৫ দিবসীয় কত্থক নৃত্য কর্মশালা করিমগঞ্জ শহরের সরস্বতী বিদ্যানিকেতনে এক ভাবগম্ভীর পরিবেশে স্তোত্রপাঠ ও ব্রহ্ম সংগীতের মধ্যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করলেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী রামভদ্রানন্দজি মহারাজ, বিশিষ্ট নৃত্যশিল্পী বিদূষী দুর্গা আর্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী অনুরেখা ঘোষ, কত্থক নৃত্য গুরু দেবতোষ নাথ, নৃত্যশিল্পী সুলেখা দত্তচৌধুরী৷

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদূষী দুর্গা আর্যা বলেন, এ ধরনের কর্মশালা আয়োজনে কত্থক নৃত্যে আরও পারদর্শী হয়ে উঠবে শিল্পীরা৷ এছাড়াও এদিন কয়েকটি গ্রুপের শিল্পীরা সমবেতভাবে কত্থক নৃত্য পরিবেশন করেন৷ কর্মশালায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷ শিক্ষার্থীদের নতুন বোলবাণী পাঠ করিয়ে বিদূষী দুর্গা আর্যা কর্মশালার সূচনা করেন৷

২২ এপ্রিল কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ এতে শিক্ষার্থী ছাড়াও অংশ নেবেন বিদূষী দুর্গা আর্যা ও স্থানীয় শিল্পীরা৷ অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা করেছেন আয়োজক সংগঠনের কর্মকর্তা দিব্যজ্যোতি চক্রবর্তী৷

Show More

Related Articles

Back to top button