মালুয়ায় ড্রাগস সহ আটক ১
বদরপুর : ড্রাগস বিরোধী অভিযানে ফের সাফল্য পেল পুলিশ৷ বুধবার বিকেল ৪টা নাগাদ গোপন সূত্রের খবরে ভিত্তিতে সাদা পোশাকে করিমগঞ্জের DSP কৃষ্ণ দ্বৈপায়ন নাথ, বদরপুর থানার ওসি সোমেশ্বর কোঁওর, মালুয়া পিআইসির ইনচার্জ দিবাকর গগৈর নেতৃত্বে মালুয়া কান্দিগ্রামে এক অভিযান চালিয়ে পাচারের পথে বিপুল পরিমানের ড্রাগস উদ্ধার করা হয়৷ সঙ্গে আটক করা হয় এক পাচারকারীকে৷ আটক হওয়া পাচারকারীর নাম মিনাজ উদ্দিন মজুমদার৷ বাড়ি কাটিগড়া রাজস্ব চক্রের হরিনগর গ্রামে৷ আটক হওয়া পাচারকারীর কাছ থেকে পুলিশ ৫ প্যাকেটে সর্বমোট ৮ হাজার নেশাজাতীয় ড্রাগস যার বাজারমূল্য ২ কোটি টাকা৷ বদরপুর পুলিশ আটক হওয়া মিনাজ উদ্দিন মজুমদারকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷ আগামীকাল ধৃত মিনাজকে করিমগঞ্জ জেলা আদালতে হাজির করানো হবে বলে জানা গেছে৷
এদিন, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বদরপুর সার্কেল অফিসার৷ বদরপুরের সচেতন মহল করিমগঞ্জ পুলিশের ঘন ঘন ড্রাগস বিরোধী অভিযানের জন্য সাধুবাদ জানান৷