North-EastBarak Valley

মিজোরাম পুলিশের হাতে ধৃত নিলামবাজারের ২ ড্রাগস মাফিয়া

করিমগঞ্জ ও শিলচর প্রতিনিধি : হেরোইন পাচার করতে গিয়ে মিজোরামে ধরা পড়ল করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার দুই বাসিন্দা৷ ধৃত নিজাম উদ্দিন (৪৮) করিমগঞ্জের নিলামবাজার এবং ইসমাইল আলি লস্কর (২৭) হাইলাকান্দির রামনাথপুরের বাসিন্দা৷ মঙ্গলবার মিজোরামের চাম্পাই এলাকার তোয়ালচেং গ্রাম থেকে ৩.০২ কেজি হেরোইন সহ দুজনকে পাকড়াও করে মিজোরাম পুলিশ৷ ২৫০টি সাবান কেসে ছিল হেরোইন৷ একটি বলেরো পিক আপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় দুজনকে পাকড়াও করা হয়৷ বর্তমানে তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে৷ হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা৷

Show More

Related Articles

Back to top button