Barak Valley

হাইলাকান্দির তিনটি জনজাতি গোষ্ঠীর সংগঠনকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য

জনসংযোগ, হাইলাকান্দি, ১৬ : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি জেলার তিনটি জনজাতি সম্প্রদায়ের সংগঠনকে ১০ লক্ষ টাকা করে আর্থিক অনুদান বন্টন করেছেন। রবিবার গুয়াহাটি মেডিকেল কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সভায় জনজাতি সম্প্রদায়ের কর্মকর্তাদের হাতে এই অনুদান তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ডিরেক্টরেট অফ ইন্ডিজেনিয়াস এন্ড ট্রাইবেল ফেইথ এন্ড কালচার বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষনে জানান যে জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি সংরক্ষণের উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই অনুদান তুলে দেওয়া হচ্ছে। হাইলাকান্দির এই তিনটি সংগঠন ও তাদের ধর্মীয় স্থান হলো রামনাথপুরের ব্রু (রিয়াঙ) পিপুলস ফোরাম, রাইফেল মারার শিববাড়ি মন্দির তীর্থস্থান এবং রাইফেল মারার শিববাড়ি মন্দির কমিটি। এর আগে হাইলাকান্দির অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রবীন কুমার মেহেতার নেতৃত্বে ১৫ সদস্যের এক প্রতিনিধি দল এই অনুদান গ্রহণ করতে গুয়াহাটি ছুটে যান। অনুদান গ্রহণ করে সংগঠনটির কর্মকর্তা পীতারাম রিয়াঙ মুখ্যমন্ত্রী ও হাইলাকান্দি জেলাশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Show More

Related Articles

Back to top button