মুখ্যমন্ত্রীর সকাশে মাইনোরিটি ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান

করিমগঞ্জ : দক্ষিণ করিমগঞ্জের ৪টি রাস্তা সহ আরও কিছু দাবি নিয়ে রবিবার রাতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করলেন Sub-divitional Minority Development Board-র chairman ইকবাল হোসেন৷ তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ করিমগঞ্জের বেশ কিছু মানুষ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ৪টি রাস্তা নিয়ে আলোচনা হয়েছে সেগুলি হল-রাতাবাড়ি রেলওয়ে স্টেশন থেকে রাতাবাড়ি ভিলেজ, আলমখানি পিডব্লিউডি রোড থেকে মুজিবুর রহমানের বাড়ির পাশ দিয়ে বজনিপাড়া, কুটের বনধড় হয়ে ৬ নং জাতীয় সড়ক থেকে এরালিগুল পিডব্লিউডি রোড এবং আতানগর বড়দিঘি থেকে আতানগর ভিলেজ পর্যন্ত রাস্তা নির্মাণ৷
এছাড়াও দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন জরুরি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ইকবাল হোসেন৷ আলোচনায় স্থান পায় ডিলিমিটেশন বিষয়টিও৷ তিনি সংখ্যালঘু উন্নয়ন নিয়েও কথা বলেন৷ উল্লেখ, ইকবাল দিন কয়েক আগে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সাংসদ কৃপানাথ মালার সঙ্গেও৷