মোহনপুরে ৫৪ জন জলবন্দি লোককে উদ্ধার প্রশাসনের তৎপরতায়

জনসংযোগ, হাইলাকান্দি, ৪ জুলাই : হাইলাকান্দি জেলার নদীগুলির জলস্তর কমতে শুরু করলেও জেলার বন্যা পরিস্থিতি এখনো জটিল রয়েছে। বৃহস্পতিবার জেলার ৩২ টি গ্রাম প্লাবিত হওয়ার ফলে ৫ হাজার ৫৯৮ জন লোক নতুন করে বন্যার কবলে পড়েন। জেলায় ৮ টি রিলিফ ক্যাম্পে ১ হাজার ৩০৫ জন বন্যা দুর্গত বৃহস্পতিবার আশ্রয় নিয়েছেন। জেলায় ২ হাজার ৩৭১ টি গবাদি পশু বন্যার কবলে পড়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে রিলিফ হিসেবে চাল ৫৬.৪৬ কুইন্টাল, ডাল ১০.৮৯ কুইন্টাল, লবন ৩.২২ কুইন্টাল, ভোজ্য তেল ৩২২.৪৫ লিটার এবং ১৩০ প্যাকেট বেবি ফুড বরাদ্দ করা হয়েছে। এদিকে চলতি দফার বন্যায় জেলায় ৬৪ টি রাজস্ব গ্রামের ৩ হাজার ১১৪ হেক্টর কৃষি জমির ফসল প্লাবিত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৬০টি কৃষক পরিবারের ১ হাজার ২৫০ হেক্টর কৃষি জমির সব্জি বন্যার কবলে পড়েছে। এছাড়া ১২ হেক্টর জমির হালিচারা বন্যায় জলমগ্ন হয়েছে বলে কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রশাসনের এসডিআরএফ শাখার তৎপরতায় মোহনপুর প্রথম খন্ডে ৫৪ জন জলবন্দী লোককে উদ্ধার করা হয়। এর মধ্যে ৯ জন শিশু এবং ২৫ জন মহিলা রয়েছেন।