যুব মোর্চার কার্যনির্বাহী সভা করিমগঞ্জে
করিমগঞ্জ : যুব মোর্চার করিমগঞ্জ জেলা সভাপতি পদ থেকে বিশ্বরূপ ভট্টাচার্যকে বরখাস্ত করার পর সোমবার নতুন কমিটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় বিজেপি জেলা কার্যালয়ে৷ সভায় পৌরোহিত্য করেন ভারতীয় জনতা যুব মোর্চা করিমগঞ্জ জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি বীরেন দাস৷ সভায় ভারতীয় জনতা যুব মোর্চার স্থাপনা (১৯৭৮) থেকে ২০২৩ পর্যন্ত সুদীর্ঘ বছরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়৷ বক্তব্য পেশ করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য ও জেলাস্তরের নেতৃবৃন্দ৷ বক্তারা যুব মোর্চার কাজের ভুয়সী প্রশংসা করেন৷
যুব মোর্চা জন্মলগ্ন থেকে যেভাবে কাজ করে যাচ্ছে তার বিশদ বিবরণ তুলে ধরা হয় সভায়৷ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ নির্বাচনে মোর্চা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেটা নিয়ে আলোচনা করা হয়৷ বক্তব্য পেশ করেন বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রাজ্য সদস্য সুধাংশু দাস, এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, যুব মোর্চার রাজ্য সম্পাদক মিমো দাস প্রমুখ৷ বৈঠকে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার বিভিন্ন মন্ডলের যুব মোর্চার পদাধিকারীরা৷