Assam

রঙিয়ায় ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত আরেক সরকারি কর্মচারী

রঙিয়া : গতকাল বুধবার ঘুষের ৫০ হাজার টাকা নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন লখিমপুর জেলার তিনকোণিয়া সার্কল অফিসের লাটমণ্ডল হেমেন্দ্র বরা। আজ একইভাবে ঘুসের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আরেক সরকারি কর্মচারী। তিনি তামুলপুরের নাগ্রিজুলি আইসিডিএস প্রজেক্টের জুনিয়র অ্যাসিস্টেন্ট জ্যোতির্ময় বরুয়া।

জ্যোতিৰ্ময় বরুয়ার বিরুদ্ধে অভিযোগ, জনৈক ব্যক্তির আত্মীয়কে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকরি দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করেছিলেন। ঘুষের টাকা দিতে অপারগ ব্যক্তিটি ডিরেক্টরেট অব ভিজিল্যান্সের দ্বারস্থ হন।

ভিজিল্যান্স অফিসারদের কষা ছক অনুযায়ী অভিযোগকারী রঙিয়ায় অ্যাক্সিস ব্যাংক শাখার কাছে আজ কিস্তির টাকা দিতে যান আইসিডিএস প্রজেক্টের জুনিয়র অ্যাসিস্টেন্ট জ্যোতির্ময় বরুয়াকে। তখনই ভিজিল্যান্স অফিসাররা টাকা সহ হাতেনাতে ধরে ফেলেন জ্যোতির্ময়কে।

Show More

Related Articles

Back to top button