Assam
রহায় ঘুষ নিতে গিয়ে গ্রেফতার পাটোয়ারি
গুয়াহাটি : জমি সংক্রান্ত কাজের বিনিময়ে উৎকোচ নেওয়া যেন স্বভাবে পরিণত হয়েছে লাট মন্ডলদের৷ যার খেসারতও দিতে হচ্ছে তাদের৷ একের পর এক লাট মন্ডল ধরা পড়ে চলেছেন৷ শুক্রবার উৎকোচ নেওয়ার দায়ে রহার লাট মন্ডল দিলীপ রায়কে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা৷ জমি সংক্রান্ত কাজের জন্য এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা উৎকোচ নেওয়ার সময় লাক মন্ডল দিলীপ রায়কে হাতেনাতে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা৷