Barak Valley
রাঙিরখাড়িতে চলন্ত মোটর বাইকে আগুন
শিলচর : চলন্ত মোটর বাইকে আগুন জ্বলে উঠল শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে৷ তবে এই ঘটনায় চালক সহ অন্য কারোর কোনও ক্ষতি হয়নি৷ মঙ্গলবার রাতে রাঙিরখাড়ির দিক থেকে চালিয়ে যাবার সময় এক ব্যক্তির মোটর বাইকে আচমকাই আগুন ধরে যায়৷ পথ চলতি মানুষ আগুনের শিখা দেখে চিৎকার করেন৷ সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে নেমে পড়েন চালক৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী ইঞ্জিন নিয়ে এসে আগুন নেভায়৷