BARAK VALLEY
রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান বর্ণিব্রিজ কান্ডের নির্যাতিতার বাড়িতে

জনসংযোগ, হাইলাকান্দি, ১১ জুলাই : রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান দেবা কুমার কলিতা (আইএএস) সোমবার কমিশনের অন্য সদস্য অজয় কুমার দত্তকে নিয়ে আলগাপুর থানার অধীন মোহনপুর এলাকায় সংগঠিত বর্ণিব্রিজ কাণ্ডের নির্যাতিতা কিশোরীদের বাড়ি গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন। চেয়ারম্যান কলিতা এরপর কিশোরীদের স্কুলে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধানের সঙ্গে কথাবার্তা বলেন। কমিশন এরপর সোমবার বিকেলে হাইলাকান্দিতে প্রশাসনের সঙ্গে এক বৈঠকেও মিলিত হন। এতে অপারেশনের পক্ষে অংশ নেন ডিডিসি অ্যালডার্ড ফারহীন।মঙ্গলবার কমিশন হাইলাকান্দি জেলার লালা এবং আলগাপুর আইসিডিএস প্রজেক্ট এর অধীন কয়েকটি অঙ্গনাদি কেন্দ্রের কর্মতৎপরতা পরিদর্শন করেন।