Barak Valley
রামকৃষ্ণনগরে ৩৭০ জন সুবিধাপ্রাপককে অত্যাবশ্যক সামগ্রী বিতরণ বিধায়ক বিজয়ের

রামকৃষ্ণনগর : বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে রামকৃষ্ণনগর বিধানসভার ৩৭০ জন সুবিধাপ্রাপকদের গ্যাসের চুলা, প্রেসার কুকার সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়৷ জেলা এসসি ডেভলপমেন্ট বোর্ডের তরফ থেকে রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণনগর নবনির্মিত বিজেপির মণ্ডল কার্যালয়ে শনিবার বিকেল ৪টায় বিধায়ক বিজয় মালাকারের হাত দিয়ে ৩৭০ জন সুবিধা প্রাপকদের অত্যাবশ্যক কিট বিতরণ করা হয়৷
এদিন বিধায়কের সঙ্গে ছিলেন কৃষ্ণ দাস, আশীষ রায়, বিশ্বতোষ সেন, হীরেশ বিশ্বাস, রিতু সরকার, রিক্তা পাল, শুভ্রজিৎ রায়, নুপুর সাহা, সন্দীপ দত্ত, জয়ন্ত দাস সহ অন্যরা৷