রামকৃষ্ণনগর ও দুল্লভছড়া উন্নয়ন খন্ডে গৃহ প্রবেশ অনুষ্ঠানে বিধায়ক
রামকৃষ্ণনগর : বিধায়ক বিজয় মালাকার নিজের কেন্দ্রে বৃহস্পতিবার দু’টি উন্নয়ন খন্ডের অন্তর্গত বেশ কিছু এলাকায় দরিদ্র সুবিধাপ্রাপকদের প্রধানমন্ত্রী আবস যোজনার ঘরের কাজ শেষ হওয়ায় ফিতা কেটে গৃহ প্রবেশ করেন৷ অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে ছিলেন রামকৃষ্ণনগর ও দুলভছড়া খন্ডের উন্নয়ন আধিকারিক সহ বিজেপির কর্মকর্তারা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এদিন রাজ্যে ৩ লক্ষের বেশি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাপ্রাপকদের গৃহ প্রবেশ হয়েছে৷ এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর ও দুলভছড়া উন্নয়ন খন্ডের সুবিধাপ্রাপকদের গৃহ প্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহন করেন৷ গৃহহীনদের স্থায়ী পাকাঘর তৈরী করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সহ ওই কেন্দ্রের জনগণ৷