রামকৃষ্ণনগর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সহ পরিচালন সমিতি গঠন

রামকৃষ্ণনগর, ৭মে : রবিবার রামকৃষ্ণ নগর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা সহ পরিচালন সমিতি গঠন করা হয় । সমিতির চেয়ারম্যান শংকর পালের পৌরোহিত্য বার্ষিক সভায় বিগত সাধারণ সভার প্রস্তাব পাঠ হয়। এগুলি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সমিতির সচিব বিবেকানন্দ গোস্বামী । রামকৃষ্ণনগর কোঅপারেটিভ সোসাইটির রিটার্নিং অফিসার উত্তম দাসের সামনে রামকৃষ্ণ নগর সমবায় সমিতির নব নির্বাচিত পরিচালন সমিতি গঠন করা হয় ।
সমবায় সমিতির নির্বাচনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে চারজন সমিতির স্বার্থে নির্বাচন না হওয়ার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ১৫ জন নবনির্বাচিত পরিচালন পর্ষদের সদস্যরা হলেন সমিতির চেয়ারম্যান শংকর পাল, ভাইস চেয়ারম্যান কাজল দাস, সদস্যরা হলেন হিমাংশু পাল, শিবুল মালাকার, আলতাফ হোসেন, বদরুল হক, জয়না বিবি, কল্পনা চক্রবর্তী, সমীরণ দেব, বিধু ধর, জয়ন্ত রায়, কিশোর দাস, দেবদুলাল দেব, সঞ্জয় চক্রবর্তী ও নিখিল শুক্ল বৈদ্য।