রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে অগণিত ভক্তের ঢল করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনে

নিজস্ব প্রতিবেদন, করিমগঞ্জ : শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮-তম জন্মতিথি উপলক্ষ্যে রবিবার আয়োজিত আনন্দোত্সবে ভক্তের ঢল নেমেছে করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনে। বিশেষ দিনকে কেন্দ্র করে উত্সগবমুখর পরিবেশ হয়ে ওঠে মিশন চত্বর।
আজ সকাল থেকেই অগণিত ভক্ত সহ দর্শনার্থীদের ঢল নামে করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনে। পাঁচ হাজারের বেশি ভক্ত সহ দর্শনার্থীরা মহাপ্রসাদ গ্রহণ করেন। সকাল সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বেদ গান ও স্তব গান, উষা কীর্তন, শ্রীশ্রী ঠাকুরের বিশেষ পুজো ও হোম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারাদিন পালিত হয় আনন্দোত্সব। ভক্তিগীতি, শ্রীশ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা, বংশীবাদন অনুষ্ঠান, গীতিনাট্য, ভজন ও ধর্মসভার আয়োজন করা হয়েছে।
রবিবার আনন্দোত্সবে মঙ্গলারতি, শ্রীশ্রী ঠাকুরের পূজা, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী রামভদ্রানন্দজি মহারাজ। দুপুরে প্রসাদ বিতরণ শুরু হলে গীতি আলেখ্য “শ্রীশ্রীমা” পরিবেশন করেন শিলচরেৰ সারদা রামনাম সংঘ-এর শিল্পীরা। গীতি আলেখ্য “ত্রয়ী শক্তির প্রকাশ” পরিবেশন করেন শিল্পী দেবস্মিতা সেন ও অন্যান্য শিল্পীবৃন্দ। সন্ধ্যায় গীতি আলেখ্য পরিবেশন করেন সারদা সংঘ, করিমগঞ্জ। নৃত্যালেখ্য “মুক্তিস্নান” পরিবেশন করেন পরণ দ্য ব্যলেশপ, করিমগঞ্জ।
করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দজি মহারাজ বলেন, আজকের এই বিশেষ দিন বিশেষ উত্সব পালন করা হয়েছে। যার দরুন সকাল থেকে আশ্রমে ভক্ত সহ দর্শনার্থীরা ভিড় জমান। মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে সারাদিন।