রিভিউ মিটিংয়ে প্রশাসনকে জয়ন্ত মল্লবরুয়ার নির্দেশ হাইলাকান্দির রাস্তা সেতুর সংস্কারের রিপোর্ট ১৫ দিন পর পর দিন
জনসংযোগ, হাইলাকান্দি, ১৩ জুন : হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া জেলার রাস্তা ও সেতুর নির্মাণ ও মেরামতির কাজে গতি আনতে ১৫ দিন পর পর প্রশাসনিক তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি মঙ্গলবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক রিভিউ মিটিঙে এই নির্দেশ দেন।
বৈঠকে জানানো হয়, জেলায় সরকারি তরফে ধান সংগ্রহের জন্য কাটলিছড়া এবং আলগাপুরে আরো দুইটি ধান বিক্রয় কেন্দ্র খোলা হবে। বৈঠকের শুরুতে মন্ত্রী মল্লবরুয়া জেলার ৬ জন হিতাধিকারীর হাতে আয়ুষ্মান কার্ড আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে জেলায় আয়ুষ্মান কার্ড বন্টনের সূচনা করেন।
এতে জানানো হয় যে জেলায় ৩ লক্ষ ৬৭ হাজার ৭৯১ টি আয়ুষ্মান কার্ড এর ইকেওয়াইসি সম্পন্ন হয়েছে –যা লক্ষ্যমাত্রার ৭৭ শতাংশ। বাকি ১ লক্ষ ১২ হাজার ২১৬ টি কার্ডের ইকেওয়াইসি আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শেষ করতে মন্ত্রী নির্দেশ দেন।
প্রসঙ্গত মন্ত্রী আয়ুষ্মান কার্ডের সুবিধা সম্পর্কে ব্যাপক জনসচেতনা অভিযান গড়ে তুলার নির্দেশ দেন। সরবরাহ বিভাগ থেকে সভায় জানানো হয় যে জেলায় ২৭৬১ টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। এতে ২২৯৪৫ জন জনসংখ্যা রয়েছেন। অরুণোদয়ের দ্বিতীয় পর্যায়ে জেলার লক্ষ্যমাত্রা ১৯ হাজার ২৮৪ জনের জনের মধ্যে ১৫ হাজার ৫৪৩ জনকে সুবিধাভোগির আওতায় আনা সম্ভব হয়েছে বলে সভায় জানানো হয়।
প্রসঙ্গত মন্ত্রী বিধবা এবং শারীরিকভাবে সক্ষম ব্যক্তি যারা অন্যান্য ভাতা পাচ্ছেন না, তাদেরকে অরুণোদয় প্রকল্পে প্রাধান্য দিয়ে অন্তর্ভুক্ত করতে প্রশাসনকে নির্দেশ দেন। পিএইচই বিভাগের কাজকর্ম গুলি, পরিচালনার সময় বাগান এলাকায় থাকা জল প্রকল্পগুলির ম্যানেজমেন্ট বাগান কর্তৃপক্ষের হাতে স্থানান্তর করতে বলেন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। বিধায়ক জাকির হোসেন লস্কর নদীর উপর মাটিজুরি সেতুর মেরামতির প্রসঙ্গ উত্থাপন করেন। বিধায়ক সুজাম উদ্দিন লস্কর কাবলিনালা সেতুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে বলেন। বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী আলগাপুর এলাকায় দমকল বাহিনীর স্টেশন নির্মাণের জন্য জমির প্রস্তাব এবং নারাইনপুরে নির্মীয়মান কাটাখাল নদীর উপর সেতুর কাজ শীঘ্র শেষ করার ব্যবস্থা নিতে বলেন।
সাংসদ কৃপানাথ মালার উপস্থিতিতে জেলার সব শীর্ষ আধিকারিক সহ সভায় অন্যান্যদের মধ্যে বরাক উপত্যকার ডিভিশনাল কমিশনার শান্তনু গুটমারি ডিডিসি এলডার্ড ফারহীন, জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা ।
এছাড়া সভায় পুরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী, জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য ও বিজেপি নেত্রী মুন স্বর্ণকার অংশ নেন৷