Barak Valley
রেহাই মূল্যে ট্রেকটার পাওয়ার টিলার বিতরণের জন্য দরখাস্ত আহবান

জনসংযোগ, হাইলাকান্দি, ১৬ জুলাই : হাইলাকান্দির কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে ওই বিভাগে ট্রেকটার, পাওয়ার টিলার, ট্রাকটার পিটিও ড্রাইভেন থ্রেসার ইত্যাদি কৃষি যন্ত্রপাতি রেহাই মূল্যে বন্টনের জন্য কৃষকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছেন। ইচ্ছুক কৃষকরা আগামী এক আগস্ট এর মধ্যে নির্দিষ্ট প্রপত্রে হাইলাকান্দির কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বিশদ বিবরণ ওই অফিসে পাওয়া যাবে।