লক্ষীপুর মহকুমায় জেলা দিবস পালন করা হয়েছে

অসীম রায়, লক্ষীপুর, ১০ জুলাই : শনিবার বিভিন্ন অনুষ্টানের মাধ্যমে আজ লক্ষীপুর পৌরসভার সভাকক্ষে সকাল ১১ ঘটিকায় লক্ষীপুর সার্কেল অফিসার জর্ণাথন বাইপাই এর পৌরহিত্য প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্টানের শুভারম্ব হয় , স্বাগতম বক্তব্য দিলেন সার্কেল অফিসার জর্ণাথন বাইপাই জিলা দিবস নিয়ে বক্তব্য রাখলেন মণিপুরি উন্নয়ণ পরিষদের চেয়ারম্যান রীণা সিংহ , নেহেরু কলেজের অধ্যক্ষ ডক্টর শুভজিৎ চক্রবর্তী , পৌরসভার সভাপতি মৃণালকান্তি দাস লক্ষীপুর মহকুমার জৈষ্ঠ্য সাংবাদিক আব্দুল শুক্কুর বড়ভূইয়া, সমাজ সেবক আই বিনোদ সিংহ, নিখিল আসাম হিড়িম্ব সমিতির মুখ্য উপদেষ্টা বীরেন্দ্র বর্মণ সহ অনেকেই , গোটা অনুষ্টানটি পরিচালনা করলেন জনসংযোগ বিভাগের কর্মী রাসেন্দ্র চাষা ধন্যবাদ সূচক বক্তব্য রাখলেন ।লক্ষীপুর সার্কেল অফিসের ফিল্ড অফিসার মাসুম আনসার লস্কর । এই অনুষ্টানের উপস্হিত ছিলেন , পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস, রবীন্দ্র সিংহ ডাঃ শুভজিৎ চক্রবর্তী , এস এইচ জি গ্রুপের সি আর পি কণিকা ভট্টচার্য্য , মণিকান্ত শর্মা , আই বিনোদ সিংহ ,বীরেন্দ্র বর্মণ পৌর সভার পৌর কমিশনার বৃন্দ সহ অনেক বিশিষ্ট ব্যক্তি বৃন্দরা