লক্ষীবাজারে বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর
করিমগঞ্জ : এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ । রুদ্ররূপী বন্যার কবলে পরে ঘরছাড়া রয়েছেন অনেকে। সর্বত্রই হাহাকার । আতঙ্কময় পরিবেশ । এরমধ্যে শোকের ছায়া নেমে এসেছে করিমগঞ্জের লক্ষীবাজার গ্রামে । বাড়ির কচিকাঁচারা যখন আগডুম বাগডুম খেলতে ব্যস্ত ঠিক তখনই বাড়ীর পাশে বন্যার জলে অসাবধানতাবশত পড়ে গিয়ে প্রাণ হারায় দুই বছরের শিশু ।
জানা গেছে যে, শনিবার দুপুর দেড়টা নাগাদ দিনমজুর বদরুল হকের কন্যা সামিয়া বেগম (২) বাড়ির বড়দের চোখের আড়ালে খেলতে গিয়ে পড়ে যায় বন্যার জলে ।
ঘটনার কিছু সময় পর তাকে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি । প্রায় আধ ঘন্টা শেষে বন্যার জলে থেকে উদ্ধার হয় মৃতদের । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সীমান্তবর্তী লক্ষীবাজার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে । হৃদয়বিদারক ঘটনার খবর পেয়ে খোঁজ নেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ । সরকার থেকে ক্ষতিপূরণ বাবদ খুব তাড়াতাড়ি যাতে আর্থিক সাহায্য প্রদান করা হয় তারজন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাবেন বলে জানান বিধায়ক ।